অসন্তোষের কারণে আইওসি’র দুর্গাপুর বটলিং প্ল্যান্টে শুক্রবার কাজ বন্ধ করে গেটের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। জানা গেছে আইওসি’র দুর্গাপুর বটলিং প্ল্যান্টে অস্থায়ী শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে শ্রমিক অসন্তোষ চলছে। নুতন টেন্ডার প্রাপ্ত সংস্থা লোডিং-আনলোডিং-এ যুক্ত শ্রমিকদের না জানিয়ে লোডিং-আনলোডিং-এর জন্য মাথাপিছু পূর্বের ৯২৫ টাকার পরিবর্তে ৬৭৫ টাকা ধারয‍্য করে। এর ফলেই শুরু হয় বিপত্তি। তাছাড়া শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষ আগে না জানিয়ে প্ল্যান্টে ঢোকার মুহূর্তে বেতন দেবার জন্য ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট নং, প‍্যান নং সহ প্রয়োজনীয় কাগজপত্র চায়। অভিযোগ পাল্টা অভিযোগে কর্তৃপক্ষ ও শ্রমিক উভয়ের অনড় অবস্থানে রাজবাঁধ ডিপোয় অচলাবস্থা তৈরি হয়।

Like Us On Facebook