লকডাউনে বেতন না পাওয়ার অভিযোগে দুর্গাপুরের রাষ্ট্রীয় সংস্থা অ্যালয় স্টিল প্ল্যান্টে ৮০০ ঠিকা শ্রমিক শনিবার সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল। শনিবার সকালে বিক্ষোভরত ঠিকা শ্রমিকরা স্থায়ী শ্রমিকদের কারখানার গেটে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। সব মিলিয়ে করোনা আবহের মধ্যে শনিবার সকালে দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের সামনে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভে চরম উত্তেজনা তৈরি হয়।

ঠিকা শ্রমিকদের অভিযোগ, প্রধানমন্ত্রী লকডাউনের আগে ঘোষণা করেছিলেন করোনা মোকাবিলায় লকডাউনে কোন শ্রমিকের বেতন কাটা যাবে না। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের বেতন হলেও অ্যালয় স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিকদের এমাসের বেতন দেয় নি। কার্যত অ্যালয় স্টিল প্ল্যান্ট প্রধানমন্ত্রীর ঘোষণাকে বুড়ো আঙুল দেখাল বলে অভিযোগ ঠিকা শ্রমিকদের। শনিবার সকালে এই ঘটনায় বেশকিছুক্ষণ কারখানার সামনে বিক্ষোভ চলে। জানা গেছে, কারখানার উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিষয়ে এক জরুরি বৈঠকে বসে শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তি করার চেষ্টা করছেন বলে জানা গেছে। যদিও অ্যালয় স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের‌ পক্ষ থেকে খবর সংগ্রহ করা পর্যন্ত এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায় নি।

Like Us On Facebook