আলুর বাজার দর না থাকায় ২ নম্বর জাতীয় সড়কের পাশে আলু পুড়িয়ে প্রতিবাদে সামিল হল সারা ভারত কৃষকসভার কর্মী ও সমর্থকরা। বুধবার জামালপুর থানার আঝাপুরের কাছে এই কর্মসূচির নেতৃত্ব দেন সরা ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক অমল হালদার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবদুর রেজ্জাক মন্ডল, সমর ঘোষ, উদয় সরকার, সমর হাজরা সহ অন্যান্য বাম নেতা কর্মীরা।

এদিন জাতীয় সড়কে কলকাতা অভিমুখে যাওয়া সমস্ত যানবাহন থামিয়ে আরোহীদের হাতে আলু পোড়ার প্যাকেট তুলে দেন অমল হালদার সহ উপস্থিত বাম নেতা কর্মীরা। অমল হালদার যানবাহনের আরোহীদের হাতে পোড়া আলুর প্যাকেট তুলে দিয়ে বলেন, আলু পোড়া খেতে খেতে কলকাতা যান। প্যাকেটটা ফেলবেন নবান্নের সামনে যাতে মুখ্যমন্ত্রী জানতে পারেন রাজ্যের আলুচাষিদের দুর্দশার কথা।


Like Us On Facebook