কলকাতার নিউটাউন থেকে ৩১ ডিসেম্বর পাটনার পাটনা সাহিব গুরুদ্বারার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছিলেন ২৫ বছরের সতনাম সিং। পেশায় হোটেলের সেফ এবং সখের ইউটিউবার সতনাম সিং উড়িষ্যার বাসিন্দা হলেও বর্তমানে পেশার তাগিদে কলকাতার নিউটাউনে থাকেন বলে জানান।
প্রায় ৫৫০ কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দিয়ে শিখদের পবিত্র তীর্থস্থান গুরু গোবিন্দ সিং-এর জন্মস্থল পাটনা সাহিব গুরুদ্বারা দর্শন করার উদ্দেশ্যে তাঁর এই যাত্রা। ইতিমধ্যে প্রায় ১৭০ কিলোমিটার হেঁটে বৃহস্পতিবার দুপুরে সতনাম সিং দুর্গাপুরে পৌঁছান। পিঠে প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ, কাঁধে পতাকা এবং হাতে ভিডিও ব্লগিয়ের ক্যামেরা থাকলেও কোন টাকা-পয়সা না নিয়েই তিনি বেরিয়ে পড়েছেন বলে জানান। দুর্গাপুরের বেনাচিতি বাজারের গুরুদ্বারায় বৃহস্পতিবার রাত্রি যাপন করে শুক্রবার সতনাম সিং ফের ২ নং জাতীয় সড়ক ধরে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বলে জানান। সতনাম বলেন, ‘আমি এই যাত্রা পথে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, তবে কোথাও কোন অসুবিধার সম্মুখীন হতে হয় নি। মানুষজন নানাভাবে আমাকে সাহায্য করছেন। করোনা বিধি মেনেই আমি এগিয়ে চলেছি আমার লক্ষ্য পাটনা সাহিব গুরুদ্বারার উদ্দেশ্যে।’