লোকসানের অজুহাতে ইসিএলের কোলিয়ারিগুলি একে একে বন্ধের চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। কর্মীরা চরম দুশ্চিন্তায় রয়েছে। একই কারণে দুর্গাপুরের ঝাঁঝরা এরিয়ার ১/২ ইনক্লাইনও কেন্দ্রীয় সরকার বন্ধের চক্রান্ত করছে এই অভিযোগে এক গুচ্ছ দাবি নিয়ে কোলিয়ারি বন্ধের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস অনুমোদিত খনি শ্রমিক সংগঠন কেকেএসসি-র কর্মীরা বৃহস্পতিবার সকালে ঝাঁঝরা ইনক্লাইনের এজেন্ট অজয় কুমার শর্মার হাতে একটি প্রতিবাদ পত্র তুলে দেন।
কেকেএসসি’র শ্রমিক নেতা মধু ঘটক বলেন, কেন্দ্রীয় সরকার বিনা কারণে নানা অজুহাতে একে একে কোলিয়ারিগুলি বন্ধের চক্রান্ত করছে। আমাদের ঝাঁঝরা ইনক্লাইনটিও যে কোনো দিন বন্ধ করে দিতে পারে। অবসরের সময় হয়ে গেছে বহু শ্রমিকের। তাদের বদলি করে দিতে পারে। এইসব আশঙ্কায় আমরা আজ এজেন্টের কাছে ডেপুটেশন দিলাম।