বিষ্ণু থাপা খুনে অভিযুক্ত তোলাবাজ দীপক সাউকে গ্রেফতারের দাবিতে মৃত বিষ্ণুর পরিবার সোমবার রাতভর কোকওভেন থানায় বিষ্ণুর মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাল। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ গ্যামন ব্রিজ সংলগ্ন অ আ ক খ ক্লাবের পাশে একটি পেট্রোল পাম্পের সামনে দুর্গাপুর নগর নিগমের পার্কিং জোনের ঠিকাদারদের একজন বিষ্ণু থাপা ওরফে কাজী নামের এক ব্যক্তিকে কুখ্যাত তোলাবাজ দীপক সাউ গুলি করে খুন করে।

অভিযোগ, তোলাবাজ দীপক ওই পার্কিং জোনের ঠিকাদারদের কাছে ত্রিশ হাজার টাকা তোলা চায়। ঠিকাদাররা দীপকের সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বিষ্ণুকে সোমবার গুলি করে খুন করে এবং বিষ্ণুর স্কুটিতে চেপে চম্পট দেয়। বিষ্ণুর সঙ্গে থাকা বিপুল সেখ নামে আর এক ব্যক্তির হাতে গুলি লাগে। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিষ্ণু খুনের পর দীর্ঘ সময় কেটে গেলেও পুলিশ খুনি দীপকের খোঁজ পায়নি। এতে ক্ষুদ্ধ বিষ্ণুর পরিবার কোকওভেন থানা ঘেরাও করে সোমবার রাতভর বিক্ষোভ দেখায়। খবর পেয়ে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ চন্দ্রশেখর ব্যানার্জী কোকওভেন থানা ছুটে যান। দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদীও ছুটে আসেন। পরে বিধায়ক ও পুলিশের আশ্বাসে বিষ্ণুর পরিবার পরিজনরা বিক্ষোভ তুলে নেয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ অক্টোবর এই একই জায়গায় তোলাবাজ দীপক সাউ একই কায়দায় পেট্রোল পাম্পে কর্মীদের কাছে তোলা চায়। তোলা না দেওয়ায় দীপক গুলি চালালে সেই গুলিতে ট্রাক চালক মদন চৌহান ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ পরে তোলাবাজ দীপককে গ্রেফতার করে। সেই ঘটনায় কয়েকদিন আগে দীপক জামিনে মুক্ত হয়। তারপর ফের এলাকায় দীপক তোলাবাজি শুরু করে।


Like Us On Facebook