হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া শিশুপুত্রের দেহ মিলল বাড়ির পাশের পুকুর থেকে। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রাম ঘোষ পাড়ায়। মৃত শিশু পুত্রের নাম রিজিত ভুঁইঞা। বয়স ১ বছর ৮ মাস। শিশুপুত্রের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার-পরিজন ও প্রতিবেশীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবেমাত্র হাঁটতে শেখা শিশুটি এদিন সকাল থেকে বাড়ির উঠানে খেলা করছিল। তার মা সেই সময়ে বাড়ির কাজ সারছিলেন। কিছু সময় বাদ ঘর থেকে বাইরে বের হয়ে নিজের সন্তানকে দেখতে না পেয়ে রিজিতকে কেউ চুরি করে নিয়ে গেছে মনে করে তিনি কান্নাকাটি শুরু করে দেন তার মা। এই খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই ঘটনার বিষয়টি জানান জামালপুর থানায়। পুলিশ সেখানে বাড়িতে পৌঁছে খোঁজ খবর নেওয়া শুরু করে। শিশুটির বাবা রঞ্জিত ভুঁইঞা বলেন, ‘পুলিশের কথা মতো স্থানীয়রা তাঁদের বাড়ির পাশে থাকা পুকুরের জলে নেমে খোঁজ শুরু করেন। তখনই রিজিতের দেহ মেলে। এরপর তাকে জামালপুর ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।’ সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।