ফের অভিযুক্ত স্কুল শিক্ষিকার সাসপেনশনের দাবিতে বৃহস্পতিবার অভিভাবকরা দুর্গাপুরের গুরুনানক রোডের একটি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ দেখালেন। স্কুলের প্রধান শিক্ষিকা অভিভাবকদের জানান, অভিযুক্ত শিক্ষিকা বুধবার স্কুলে ইস্তফা দিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। এখন আর আমাদের কিছু করার নেই।

অভিযুক্ত স্কুল শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে বোঝাপড়ায় শিক্ষিকা চাকরি ছেড়েছেন বলে অভিযোগ তুলে ফের বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপরেই অভিভাবকরা বিচার চেয়ে দুর্গাপুর মহকুমাশাসকের দারস্থ হন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা শুক্রবার স্কুলে এক প্রশাসনিক আধিকারিককে পাঠিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। আগামী ১৭ এপ্রিল স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও দুর্গাপুর মহকুমা প্রশাসন এক ত্রিপাক্ষিক বৈঠকে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানা গেছে দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে।

উল্লেখ্য, কয়েকদিন আগে এক কেজি ওয়ানের চার বছরের ক্ষুদে পড়ুয়া টয়লেট থেকে দেরি করে ক্লাসে ফেরায় এক শিক্ষিকা তাকে কঞ্চি দিয়ে মারেন বলে অভিযোগ। কঞ্চির টুকরো কানে বিঁধে যাওয়ায় ওই পড়ুয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রীর মা। এই খবর চাউর হতেই অভিভাবকরা অভিযুক্ত স্কুল শিক্ষিকার শাস্তির দাবিতে সোচ্চার হন।

Like Us On Facebook