ফাইল চিত্র

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা বৃহস্পতিবার দুর্গাপুরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে চোরাই কেরোসিন উদ্ধার করল। কেরোসিনের কালোবাজারির অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

স্টিল টাউনশিপ এ-জোন আকবর রোডে কানু রায় নামে এক ব্যক্তির বাড়িতে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তল্লাশি চালালে বিপদ বুঝে পালিয়ে যায় ওই ব্যক্তি। চোরাই কেরোসিন মজুদ করার দায়ে এদিন দুর্গাপুরের রঘুনাথপুর থেকে অনিল মন্ডল নামে এক ব্যক্তিকে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা গ্রেফতার করে। জানা গেছে, দুর্গাপুরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রায় ৪৫০ লিটার চোরাই কেরোসিন উদ্ধার হয়েছে।

Like Us On Facebook