দিনে দুপুরে দুর্গাপুরের বেনাচিতির নাচন রোডের উপর একটি সোনার দোকানে সোনার হার কেপমারির ঘটনায় মঙ্গলবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে বেনাচিতির নাচন রোডের উপর বলাই কমপ্লেক্সের পাশে নন্দ কুমার জুয়েলার্সে মঙ্গলবার দুপুর একটা নাগাদ হেলমেট পরিহিত এক সুদর্শন যুবক বাইক থেকে নেমে একটি সোনার হার কিনতে ঢোকে। তার পর সুযোগ বুঝে একটি সোনার হার নিয়ে বাইকে করে চম্পট দেয়। দোকানের মালিক অশোক কুমার গুপ্ত চোর চোর বলে চিৎকার করতে করতে দোকান থেকে রাস্তায় বের হবার আগেই দুষ্কৃতী সোনার হারটি নিয়ে চম্পট দেয়।

ভরদুপুরে জনবহুল বেনাচিতি বাজারে সোনার দোকানে অভিনব কায়দায় কেপমারির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে। সোনার দোকানের মালিক অশোক কুমার গুপ্ত বলেন, ‘এক যুবক আমার দোকানের সামনে দীর্ঘক্ষণ বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। আমি জিজ্ঞেস করতেই সেই যুবক বলে যে সে একটি সোনার হার কিনতে চায়। তারপর আমার দোকানে এসে ঢোকে। এবং একের পর এক সোনার হার দেখতে দেখতে একটি সোনার হার গলায় পরে চম্পট দেয়।’ অশোকবাবুর দাবি, যে সোনার হারটি নিয়ে দুষ্কৃতী চম্পট দেয় তার ওজন চৌদ্দ গ্রাম। যার আর্থিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।


Like Us On Facebook