পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর এলাকার একটি কাপড়ের দোকানে ক্রেতা সেজে লক্ষাধিক টাকার শাড়ি চুরি করে চম্পট দিল মহিলা চোরের দল। রাতে দোকান বন্ধের সময় দিনভর বিক্রিবাটার সঙ্গে দোকানে শাড়ির স্টকে কিছু গড়মিল রয়েছে বলে সন্দেহ হওয়ায় দোকান মালিক সিসি টিভির ফুটেজ দেখে শাড়ি চুরির ব্যাপারে নিশ্চিত হয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পুজোর মুখে জামালপুরের আঝাপুরে কাপড়ের নতুন দোকান খুলেছেন অন্তরা কবিরাজ। অন্তরাদেবী জানান, শুক্রবার সকাল ১১টা নাগাদ তিন মহিলা তাঁর দোকানে ঢুকে শাড়ি দেখতে শুরু করেন। তাঁরা প্রচুর দামি দামি শাড়ি দেখতে থাকেন এবং দেখার ফাঁকে এক মহিলা দোকানের কর্মীকে আড়াল করে পিছনে দাঁড়িয়ে থাকা দুই মহিলার হাতে গোছা গোছা শাড়ি পাচার করতে থাকেন। সেই দুই মহিলা নিজেদের কাপড়ের ভিতর শাড়িগুলি লুকিয়ে চলে যেতে থাকেন। শেষমেশ তৃতীয় মহিলা স্বপ্ল মূল্যের একটি শাড়ি-ব্লাউজ কিনে দাম মিটিয়ে চলে যান। তিন মহিলা কেপমার প্রায় লক্ষাধিক টাকার শাড়ি নিয়ে চম্পট দিয়েছেন বলে দাবি অন্তরাদেবীর। জামালপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।


Like Us On Facebook