দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বিগ বাজারের সামনে বুধবার প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধ দম্পতির কাছে দুই দুষ্কৃতী পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধার পরিহিত গয়না নিয়ে চম্পট দিল। বুধবার এই ঘটনায় দুর্গাপুর শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, বারাসতের বাসিন্দা সতীন্দ্র নাথ রায় ও সীমা রায় দুর্গাপুরের এসে রিকশা চড়ে সিটি সেন্টারের সুনীতি চ্যাটার্জি রোডের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন বুধবার। বিগ বাজারের সামনে দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধ দম্পতিকে এখানে কিছুক্ষণ আগে ছিনতাই হয়েছে বলে সীমাদেবীর গয়নাগুলি খুলে ব্যাগে ঢুকিয়ে রাখতে বলেন। সীমাদেবী তাঁর পরিহিত সমস্ত গয়না খুলে ব্যাগে ঢুকিয়ে রাখতে গেলে ওই দুই যুবক বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং একটি কাগজে মুড়ে সব গয়না সীমাদেবীর কাছ থেকে নিয়ে ব্যাগে ভরে দেবার নাম করে হাত সাফাই করে নেয়। এর পর বৃদ্ধ দম্পতি আত্মীয়ের বাড়িতে গিয়ে দেখেন ব্যাগে গয়না গুলি নেই। পরে বৃদ্ধ দম্পতি পুলিশের দারস্থ হন।