কাঁকসা রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের ছাত্রী সায়ন্তিকা রায় ৬৮১ নম্বর পেয়ে এবার মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে। নাচ, গান, আঁকা ও গল্পের বই পড়ার পাশাপাশি নিজের স্কুলের সিলেবাস সযত্নে পড়ায় দুর্গাপুরের কাঁকসা রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের সায়ন্তিকা রায় এবার মাধ্যমিকে দশম স্থান অধিকার করে দুর্গাপুরের নাম উজ্জ্বল করল। অঙ্কে ১০০, ভূগোলে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, পদার্থ বিজ্ঞান ও বাংলাতে ৯৮ করে নম্বর পেয়ে সায়ন্তিকা মাধ্যমিকের মেধা তালিকায় নিজের নাম উজ্জ্বল করেছে।

সায়ন্তিকার বাবা রাণা রায় কলকাতার বিকাশ ভবনের শিক্ষা দফতরের কর্মী। মা সুপর্না রায় গৃহবধূ। প্রতিদিন ৬-৭ ঘন্টা পড়াশোনার সঙ্গে সঙ্গে বাবা, মা ও শিক্ষকদের অপরিসীম চেষ্টায় সে আজ প্রথম দশজনের মেধা তালিকায় নিজের নাম উজ্জ্বল করতে পেরেছে বলে সায়ন্তিকার দাবি। সায়ন্তিকা বর্ধমান ডটকমকে একান্ত সাক্ষাৎকারে বলে, ‘সে নিজেকে সেবামূলক কাজে নিয়োজিত করতে একজন সফল চিকিৎসক হতে চায়। সায়ন্তিকার দশম হওয়ার খবরে কাঁকসার রামকৃষ্ণ বিদ্যাপীঠে যেমন খুশির হাওয়া তেমনই কাঁকসার সুভাষ পল্লীতে সায়ন্তিকার পাড়ায়ও উৎসবের আমেজ তৈরি হয়েছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook