তীব্র গরমে রাজ্যে রক্তের সঙ্কট কাটাতে পুলিশকে মাঠে নামার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বিভিন্ন থানা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। বৃহস্পতিবার কাঁকসা থানার উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় কাঁকসা থানা প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় ৫০ জন রক্তদান করেন। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার(পূর্ব) অভিষেক মোদী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং তৃণমূল কংগ্রেস দুর্গাপুর শিল্পঞ্চল সভাপতি উত্তম মুখার্জী প্রমুখ।

Like Us On Facebook