কাঁকসা ব্লক প্রশাসন স্থানীয় চাষীদের বিকল্প চাষে উৎসাহ দিতে কাঁকসার তেলিপাড়া, বিদবিহার, মলানদিঘির বিভিন্ন জমিতে টমেটো চাষের জন্য টমেটোর বীজ, সার সহ আর্থিক সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়ে কাঁকসার চাষীদের পাশে দাঁড়ালো।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া, বিদবিহার ও মলানদিঘির বিভিন্ন এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রথমে কাঁকসার বিডিওকে বিকল্প চাষের আবেদন জানান হয়। বিডিও অরবিন্দ বিশ্বাসের কাছে স্থানীয় চাষীরাও বিকল্প চাষের আবেদন জানান। অরবিন্দবাবু চাষীদের টমেটো, রজনীগন্ধা সহ অন্যান্য ভেষজ গাছ-গাছড়া লাগানোর পরামর্শ দেন। স্থানীয় চাষীরা বিডিও’র কথামত জমিতে টমেটো চাষ শুরু করেন। বিকল্প চাষ হিসেবে আগামী দিনে এই জমিতে রজনীগন্ধা চাষ শুরু হতে চলেছে। জানা গেছে, কাঁকসার জমিতে উৎপাদিত টমেটো প্রথমে পানাগড় থেকে দুর্গাপুর, পরে দুই বর্ধমান সহ পার্শ্ববর্তী জেলাগুলির বাজারে সরবরাহ করা হবে। চাষীদের দাবি, আগামীদিনে বিকল্প চাষের সঙ্গে যুক্ত কাঁকসার চাষীদের একশ দিনের প্রকল্পে আনার কথা ভাবছে ব্লক প্রশাসন। স্থানীয় ব্লক প্রশাসন চাষীদের আবেদনে সাড়া দিয়ে চাষীদের স্বনির্ভর করতে পাশে দাঁড়ানোয় খুশি কাঁকসার চাষীরা।