শ্রীরামকৃষ্ণদেব ১৮৮৬ সালের ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। সেই দিনটির স্মরণে দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি, বেলুড় মঠ সহ বিভিন্ন জায়গায় আয়োজিত হয় কল্পতরু উৎসব। দিনভর চলে শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পুজো, হোম ও ভক্তিগীতি সহ বিভিন্ন অনুষ্ঠান।

এই বিশেষ দিনটিতে প্রতিবছরের মত এবারও দুর্গাপুরে ঐতিহ্যবাহী দুর্গাপুর সাংস্কৃতিক মেলা – কল্পতরু উৎসবের সূচনা হল বুধবার সন্ধ্যায়। মেলার উদ্ধোধন করেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি। মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসবে কৃষি মেলা ও বই মেলা মেলার মূখ্য আকর্ষণ। সঙ্গে বিভিন্ন বস্ত্রসামগ্রী সহ নানান জিনিসপত্রের দোকান মেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মেলার ভিড় ধরে রাখতে প্রতিদিন মেলায় বিভিন্ন নামিদামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজক সংস্থা। এবার দুর্গাপুর সাংস্কৃতিক মেলার পরিচালনা করছে দুর্গাপুর পুরসভা। স্বাভাবিক ভাবেই মেলাকে সাফল্যমণ্ডিত করতে দুর্গাপুর পুরসভা বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।








Like Us On Facebook