আজ ১ জানুয়ারি। শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে গত ৪৭ বছর ধরে আজকের এই পূণ্য দিনে কল্পতরু মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কৃষি মেলা ও বই মেলা সহ বিভিন্ন সামগ্রীর মেলাই কল্পতরু মেলার মূখ্য আকর্ষণ। প্রতি বছর ১ জানুয়ারি মেলার সূচনা হয় মেলা চলে ১০ জানুয়ারি পর্যন্ত। করোনা আবহে গত দুই বছরে করোনা বিধি মেনে মেলায় দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছিল। এবারেও আজ কল্পতরু মেলার উদ্বোধন হল। করোনা বিধি অনুযায়ী মেলায় দর্শনার্থীদের মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
Like Us On Facebook