১ জানুয়ারি শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করে দুর্গাপুরের রেল স্টেশন সংলগ্ন গ্যামন ব্রিজ ময়দানে দীর্ঘদিন ধরে কল্পতরু মেলার আয়োজন করা হয়। এবছরও গ্যামন ব্রীজ ময়দানে কল্পতরু মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার, ১ জানুয়ারি কল্পতরু মেলার উদ্বোধন করেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। মেলায় প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় যেমন বিভিন্ন রকমারি সামগ্রী নিয়ে বিক্রেতারা আসেন তেমনই বিভিন্ন ফুলের প্রদর্শনী ও চাষীদের মাঠের বিভিন্ন ফসল মেলার প্রদর্শনীতে স্থান পায়। পাশাপাশি কল্পতরু মেলার একটা বিশেষ আকর্ষণ হল বই মেলা।