সিউড়ি যাওয়ার পথে হুগলির গুড়াপে পথ দুর্ঘটনার কবলে পড়েন দোহার দলের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের। গুরুতর আহত দলের অন্যান্য সদস্যদের চিকিৎসা চলছে বর্ধমান হাসপাতালে।
গুড়াপে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও দুর্ঘটনাস্থল পরীক্ষা করেন ফরেনসিক দল। সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডঃ চিত্রাক্ষ সরকার বলেন, কালিকাপ্রসাদের গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি, চালকের মনোসংযোগে ব্যাঘাত ঘটায় এই দুর্ঘটনা বলে অনুমান। গাড়ি ধাক্কা মারার পর চাকা খুলে যায়।