জুনিয়র এবং সাব-জুনিয়র স্টেট র‌্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হল দুর্গাপুরে। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। বুধবার দুর্গাপুরের সিএমইআরআই স্টাফ ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অপূর্ব মুখার্জী।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার শিব শঙ্কর পাল, জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় অরূপ বৈদ্য, সিএমইআরআই-এর ডিরেক্টর প্রফেসর হরিশ হিরানি প্রমুখ। এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের বিভিন্ন বিভাগে রাজ্য থেকে মোট ২৮১ জন খেলোয়াড় যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এই ধরণের একটি রাজ্য স্তরের প্রতিযোগিতা আয়োজনের জন্য অপূর্ব মুখার্জী সিএমইআরআই-এর ডিরেক্টর প্রফেসর হরিশ হিরানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Like Us On Facebook