দলীয় প্রতিনিধি হিসাবে নয়। ন্যাশনাল ফাউন্ডেশন ফর কমিউনাল হারমনির (এনএফসিএইচ) প্রতিনিধি হাসাবে সোমবার দুর্গাপুর মিশন হাসপাতালে আসানসোলে সংঘর্ষে আহতদের দেখতে এলেন বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রানিগঞ্জ ও আসানসোলের সংঘর্ষের জন্য রাজ্য সরকারকে কার্যত কাঠগড়ায় তোলেন জয় বন্দোপাধ্যায়। রানিগঞ্জে বোমায় আহত পুলিশ কর্তা অরিন্দম দত্ত চৌধুরীকে চিকিৎসার জন্য কোয়েম্বাটুরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন জয় বন্দোপাধ্যায়। জয়বাবু বলেন, আমি আসানসোলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে রিপোর্ট জমা করব।
জানা গেছে, ন্যাশনাল ফাউন্ডেশন ফর কমিউনাল হারমনির ৩৩ জন সদস্য রয়েছেন। জয় বন্দোপাধ্যায় ন্যাশনাল ফাউন্ডেশন ফর কমিউনাল হারমনির পশ্চিম বঙ্গের সদস্য। ন্যাশনাল ফাউন্ডেশন ফর কমিউনাল হারমনির চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনিই জয় বন্দোপাধ্যায়কে দুর্গাপুর মিশন হাসপাতাল আহতদের সঙ্গে সাক্ষাৎ ও আসানসোল রানিগঞ্জ পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।