.

ইসিএলের ধস কবলিত এলাকার মানুষকে পুনর্বাসন দিতে হবে। এবং যেভাবে ধস হচ্ছে সেইভাবে ধস চললে তা আগামীদিনে তো ভয়াবহ রূপ নেবে। আমরা চাই ইসিএল কর্তৃপক্ষ ধস কবলিত এলাকার মানুষকে পুনর্বাসন দিক। মঙ্গলবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে পুজো দিতে এসে একথা বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জীতেন্দ্র তেওয়ারি। জীতেনবাবু সস্ত্রীক মঙ্গলবার ভিরিঙ্গী কালী মন্দিরে পুজো দিতে আসেন। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন জীতেনবাবু। করোনা মুক্ত হয়ে এদিন তিনি মন্দিরে পুজো দিতে আসেন। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি ইসিএলের ধস কবলিত এলাকার মানুষকে পুনর্বাসন দেওয়ার জন্য এদিন ফের দাবি জানান।

 

Like Us On Facebook