পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলের পর দলীয় সংগঠনকে ফের চাঙা করতে শনিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় রকমের সাংগঠনিক রদবদল করলেন। শনিবার কালীঘাটে নিজ বাসভবনে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সহ বিভিন্ন জেলার দলীয় সভাপতিদের সঙ্গে এক বৈঠকে দলের হতাশজনক ফলাফলের ময়নাতদন্ত করেন।
এদিন হাওড়া ও হুগলি সহ দুই বর্ধমান জেলার পর্যবেক্ষক হিসেবে অরূপ বিশ্বাসের পরিবর্তে ববি হাকিমকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন দলের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।
উল্লেখ্য, আসানসোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি দলের পরাজয়ের দায়িত্ব মাথায় নিয়ে আসানসোলের মেয়র পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু পদত্যাগের প্রসঙ্গ সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেন্দ্র তেওয়ারিকে দলের পশ্চিম বর্ধমানের চেয়ারম্যানের পদ দিলেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?