জাপানের জাতীয় ফল পার্শিমন দুর্গাপুরের মাটিতে ফলাতে অক্লান্ত পরিশ্রম করছেন কাঁকসার যুবক হরিসাধন। কাঁকসার মলানদিঘি অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা হরিসাধন গড়াইয়ের হাতের পরিচর্যায় একটু একটু করে বেড়ে উঠছে পার্শিমন ফলের গাছ। শুধুমাত্র নেশার টানে প্রথমে বাগান তৈরি করে সেখানে কাশ্মীরি আপেল ছাড়াও আপেলের আরও তিনটি প্রজাতি সহ বাংলাদেশের লেবু, পান গাছ আরও অনেক কিছু চাষ হচ্ছে হরিসাধনের বাগানে। এক্কেবারে জৈব সার ব্যবহার করে চলছে উন্নত প্রযুক্তিতে চাষ।
তবে জাপানের জাতীয় ফল পার্শিমন গাছ নজর কেড়েছে হরিসাধনের বাগানে। হিমাচল প্রদেশের এক বন্ধুর নার্সারি থেকে হরিসাধন গড়াই আনিয়েছেন এই পার্শিমন গাছ। বছর দেড়েক আগে আনা সেই গাছ এখন হরিসাধনের হাতের ছোয়ায় একটু একটু করে বেড়ে উঠছে। দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি অঞ্চলের বিষ্ণুপুরের বাসিন্দা হরিসাধন গড়াই জাপানের জাতীয় ফল পার্শিমন দুর্গাপুরের মাটিতে ফলাতে দৃঢপ্রতিজ্ঞ। সেই লক্ষ্যেই পার্শিমন ফলের গাছ সযত্নে লালন-পালন করছেন গাছপ্রেমী দুর্গাপুরের এই তরুণ। আগামীদিনে নার্সরি করে স্বনির্ভর হওয়ার ইচ্ছা রয়েছে হরিসাধন গড়াইয়ের।