সারা দেশের সঙ্গে দুর্গাপুর জুড়ে পালিত হচ্ছে মহা জন্মাষ্ঠমী উৎসব। কিন্তু মূল উৎসবটি হচ্ছে দুর্গাপুরের ইসকন মন্দিরে। বৈষ্ণব মতে শ্রীকৃষ্ণ ভগবান ৫২৪৩ বছর আগে গোকুলে জন্ম গ্রহণ করেছিলেন। তাই বৈষ্ণব মতে সোমবার অধিবাস তিথি পালনের পর মঙ্গল বার ইসকন মন্দিরে মহাসমারোহে যাগযজ্ঞ সহকারে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। তিন দিন ধরে চলবে উৎসব। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে মন্দিরে, মায়াপুর ইসকন মন্দির থেকেও ৩৩ জন ভক্ত এসেছেন যজ্ঞে অংশ নিতে। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ-এর ১২১ তম জন্মজয়ন্তী উৎসবও একই সঙ্গে পালন করা হচ্ছে বলে জানান দুর্গাপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ মহারাজ অদূর্য প্রভু। তিনি বলেন এবছর ইসকন মন্দিরের তিন দিন ধরে চলা জন্মাষ্টমী উৎসবে কুড়ি হাজারের মত ভক্তকে প্রসাদ বিতরণ করা হবে। জন্মাষ্ঠমী উপলক্ষে দুর্গাপুরের ইসকন মন্দির নুতন সাজে সেজে উঠেছে।

ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ
Like Us On Facebook