জামুড়িয়ার পারশিয়া গ্রাম পঞ্চায়েতের বেলবাদের বাসিন্দা তিন বছরের কনিষ্ক রাজ সামন্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করেছে। মাত্র দশ মিনিটে ৩০০’র বেশী সাধারণ জ্ঞানের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে ছোট্ট কনিষ্ক।

কনিষ্কর বাবা পার্থ সামন্ত জানান, গত ২ ফেব্রুয়ারি তিনি জানতে পারেন তাঁর ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে। তিনি ছেলের পদক এবং সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছিলেন। এটা পেয়ে স্বাভাবিকভাবেই পরিবারের সবাই খুব খুশি এবং গর্বিত। পার্থ সামন্ত বলেন, ‘আমার ছেলে এত অল্প বয়সে যা অর্জন করেছে তাতে আমি খুব খুশি এবং গর্বিত।’ অন্যদিকে কনিষ্কর মা স্নিগ্ধা সামন্ত বলেন, ‘একদিন আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছেলের জন্য অনলাইনে আবেদন করি। সেখান থেকে উত্তর আসে শিশুটির অন্তত ১৭টি ভিডিও পাঠাতে হবে। এরপর আমি ১৮টি ভিডিও পাঠাই। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে একটি বার্তা এসেছিল, যদি আমার ছেলে নির্বাচিত হয়, ১৫ দিনের মধ্যে শংসাপত্র এবং পুরস্কার বাড়িতে পৌঁছে যাবে। কনিষ্ক ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নেওয়ায় আমি খুব খুশি, আমি চাই ছেলে আরও উন্নতি করুক।’

Like Us On Facebook

 

Like Us On Facebook