দুর্গাপুরের ২ বছরের এক শিশুর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হল। শিশুটি ভারতের সমস্ত রাজ্যের রাজধানী এবং বিভিন্ন চিহ্ন এক নিমিষেই বলে দিতে পারে। প্রখর তার স্মরণশক্তি। ১০ মিনিটে ৯৮ টি শব্দ অনর্গল বলে দেয়। এই বিস্ময়কর বালকের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। শিশুটির নাম অভিমন্যু। বাবা সঞ্জয় নন্দী ব্যবসায়ী, মা সুস্মিতা নন্দী গৃহবধূ। দুর্গাপুরের বিধান নগরের জোনাল মার্কেট কলোনির বাসিন্দা।

জানা গেছে, দুর্গাপুরের বাড়িতে অভিমন্যুর এই কৃতিত্বের খবর আসতেই এলাকা জুড়ে কার্যত খুশির হাওয়া বইতে থাকে। অভিমন্যুর এই কৃতিত্ব তার মাকে দেন অভিমন্যুর বাবা। অভিমন্যুর বাবা জানান, অভিমন্যুর মুখে কথা ফোটার পর থেকেই তার মা তাকে জেনারেল নলেজ শেখানোর উপরই বেশি জোর দেন। প্রতিদিন দু-চার শব্দ শিখতে শিখতে এখন অভিমন্যু একশত শব্দ অনর্গল বলতে পারে। এরপরেই অভিমন্যুর একটা দশ মিনিটের ভিডিও রেকর্ড করে খেলার ছলেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠান। ব্যস ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ খুদের প্রখর স্মৃতি শক্তি দেখে তার নাম নথিভুক্ত করে রেকর্ডস বুকে। বাড়িতে গিয়ে দেখা গেল এক রত্তি শিশু গলায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল ঝুলিয়ে খাটের উপর বসে মায়ের সঙ্গে দিব্যি ভারতের বিভিন্ন রাজ্যে ও রাজধানীর নাম অনর্গল বলেই চলেছে। দুর্গাপুরের এই এক রত্তি শিশুর সাফল্যে খুশি দুর্গাপুরবাসীও।

Like Us On Facebook