অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয় করেন মা জগদ্ধাত্রী। মা আমাদের সকলের মঙ্গল করবেন। দুর্গাপুরের বিদ্যাবতীতে এসে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে একথা বলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন। তিনি আরও বলেন মা, মাটি মানুষের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ও সকলের ভাল করছেন। অশুভ শক্তির বিনাশ করেই তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডাঃ বিধান চন্দ্র রায়ের পর মমতা বন্দোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সকলের জন্য উন্নয়ন চান।
দুর্গাপুর ইস্পাত নগরীতেও গত কয়েক বছর ধরে অন্যান্য পুজোর সঙ্গে পাল্লা দিয়ে মহাসমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এদিন তৃণমূলনেত্রী দোলা সেনের সঙ্গে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়।