অন্যান্য পুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও সমান ভাবে মেতে উঠেছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষজন। দুর্গাপুরের বিভিন্ন এলাকা দুর্গা পুজো, কালী পুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও উৎসব মুখর হয়ে উঠেছে। চন্দননগরে ছয় দিন ধরে পুজো হলেও বেশিরভাগ জায়গায় আজ শনিবার, নবমী এবং কাল, দশমী এই দু’দিন ধরে জগদ্ধাত্রীর আরাধনা হয়ে থাকে।

দুর্গাপুর জুড়েও বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দুর্গাপুরের ভিড়িঙ্গী আমবাগান দুর্গা মন্দির, আমরা আঠারো, দুর্গাপুর স্টিল টাউনশিপ হর্ষবর্ধন রোড, এডিশন রোডের বন্ধু সবাই, কাশীরাম দাস রোডের রবীন্দ্র সংঘ, শিবাজী রোডের অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো উল্লেখযোগ্য।











Like Us On Facebook