আগামী সপ্তাহে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার প্রস্তুতির জন্য দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনে দলীয় কার্যালয়ে সাংগঠনিক সাত জেলার সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার সকালে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ, রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানাজী বলেন, ‘বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন সামনের সপ্তাহে। ৬ তারিখে বর্ধমানে দলীয় কর্মী সহ সাংবাদিক বৈঠক করবেন। তার প্রস্তুতি চলছে। উত্তরবঙ্গের মতো বিজেপি সভাপতি দক্ষিণবঙ্গেও সকলের সঙ্গে বৈঠকে বসবেন।’ এদিন রাজু ব্যানার্জী তৃণমূল কংগ্রেসকে একহাত নেন। তিনি বলেন, ‘জঙ্গল মহলের মাওবাদী নেতা ছত্রধর মাহাতোকে তৃণমূল কংগ্রেস দলে নিল ভোটের কথা চিন্তা করে। পাহাড়ে নিল বিমল গুরুংকে। তৃণমূল কংগ্রেসই আগে এদের রাষ্ট্রদ্রোহের কেস দিয়েছিল। আবার ভোটের প্রয়োজনে দলে নিয়ে নিল। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পরিবর্তন চাই।’