কুখ্যাত লোহা মাফিয়া উমেশ কুশওয়াকে রেল ও দুর্গাপুর পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে কয়েকদিন আগে অন্ডাল রেল ইয়ার্ড থেকে বেশ কিছু রেলের সামগ্রী চুরি যায়। রেল পুলিশ তদন্তে নেমে কুখ্যাত লোহা মাফিয়া উমেশের সঙ্গে রেলের সামগ্রী চুরির যোগ পায়। এর পরেই উমেশের সন্ধানে রেল পুলিশ দুর্গাপুরের ডিটিপিএস ফাঁড়ির পুলিশের সহযোগিতায় উমেশকে মায়া বাজার থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে। একই সঙ্গে উমেশের ডেরা থেকে বেশ কিছু রেলের সামগ্রীও পুলিশ উদ্ধার করে বলে জানা গেছে।

Like Us On Facebook