রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় হওয়ার পর আইআইটি’র জয়েন্ট এন্ট্রান্সে (IIT JEE Advancad) মেয়েদের মধ্যে সম্ভাব্য টপার দুর্গাপুরের আইরিন ঘোষ। রবিবার পরীক্ষার ফল ঘোষণার পর জানা যায়, দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের ছাত্রী আইরিনের দেশে র্যাঙ্ক ৪৫ (AIR-45) এবং ইস্টার্ন জোনে দ্বিতীয়। চলতি বছর ২১ মে অনুষ্ঠিত হয় IIT JEE Advanced ৷ JEE Main রাউন্ড পেরিয়ে এই পরীক্ষা দিয়েছিল প্রায় ২ লক্ষ ২০ হাজার পড়ুয়া৷ জানা গেছে, IIT JEE Main পরীক্ষায় আইরিনের র্যাঙ্ক ছিল ১৮৫। এবছর আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় সে ৯৬.৪ শতংশ নম্বর পেয়ে স্কুলে বিজ্ঞান বিভাগে সেরা হয়েছিল।
ডিএভি মডেল স্কুলের ছাত্রী আইরিন বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য সপ্তম শ্রেণি থেকে ফিটজী’র (FIITJEE) দুর্গাপুর সেন্টার থেকে কোচিং নিয়েছে বলে জানা গেছে। আইআইটি প্রবেশিকা পরীক্ষায় চোখ ধাঁধানো সাফল্যের পর আইরিন বলে, ‘আমার স্বপ্ন ছিল আইআইটি’তে পড়া। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে ফিটজী’র কোচিং আমাকে দারুণভাবে সাহায্য করেছে। ফিটজী’র অনন্য শিক্ষণ পদ্ধতি জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতির জন্য খুবই সহায়ক’।
ফিটজী’র (FIITJEE) দুর্গাপুর সেন্টারের ৮০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী আইআইটি’র জয়েন্ট এন্ট্রান্সে (IIT JEE Advancad) সফল হয়েছে বলে দাবি করেন দুর্গাপুর সেন্টারের প্রধান, প্রদীপ কুমার রাউত। প্রদীপবাবু জানান, আইরিন ছাড়া যারা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তারা হল, বাঁকুড়ার রথিন সিংহ (AIR-178), দুর্গাপুরের মৃগাঙ্ক রমন (AIR-291), বর্ধমানের আকাশদীপ হাজরা, আসানসোলের অবিনাশ কুমার সিং।