বিনামূল্যে রোগীদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে দুর্গাপুরের আইকিউ সিটি নারায়ণা হাসপাতালে শুরু হল ‘দুপুরবেলায় ফ্রি ক্লিনিক’। ১ নভেম্বর থেকে এই বিশেষ ক্লিনিক চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন দুপুর ২.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত এই বিশেষ ক্লিনিকের সুবিধা নিতে পারবেন রোগীরা। ক্লিনিক শুরুর প্রথম দিনেই দেখা গেল দুর্গাপুর এবং সংলগ্ন এলাকার প্রায় ৩০ জন রোগী এই বিশেষ ক্লিনিকে উপস্থিত হয়েছেন। বিনামূল্যে নিয়মিত উন্নতমানের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে চালু করা এই বিশেষ দ্বিপ্রাহরিক ক্লিনিকের মাধ্যমে নিম্নবিত্ত মানুষজন উপকৃত হবেন বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

Like Us On Facebook