ভাসকুলার সার্জেন হাসপাতালে না থাকায় ভুল চিকিৎসার শিকার তপন বাউরিকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করল দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরার নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষ তপন বাবুকে কলকাতা নিয়ে যাবার ব্যবস্থা করে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি হয়ে কাঁকসার তপন বাউরিকে ভুল পদ্ধতিতে স্যালাইন চ্যানেলে ইনজেকশন দেওয়ায় তপনবাবুর হাত অসাড় হয়ে যায় এবং আঙুলে গ্যাংগ্রিন শুরু হয়। হাসপাতালের চিকিৎসকরা তপন বাবুর পরিবারকে তপনবাবুর আঙুল বাদ দেওয়ার পরার্মশ দেওয়ার অভিযোগ ওঠে। তপনবাবুর পরিবার ভয়ে তপনবাবুকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে ইএসআই হাসপাতালে চিকিৎসার পাশাপাশি দুর্গাপুর মহকুমাশাসকের দ্বারস্থ হন। মহকুমাশাসকের নির্দেশের পর গাঢিলেমি দেখানোয় হাসপাতাল কর্তৃপক্ষের আধিকারিকদের মহকুমা কার্য্যালয়ে ডেকে পাঠিয়ে মহকুমাশাসক রোগীর সুচিকিৎসার কড়া নির্দেশ দেন। এর পরই নড়েচড়ে বসে আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ এবং তপন বাউরিকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, ‘ভুল পদ্ধতিতে চ্যানেল তৈরি করায় তপন বাবুর আঙুলে পচন ধরেছে। আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগকারি রোগীর সুচিকিৎসার নির্দেশ দেবার পরও গা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফের মহকুমা কার্য্যালয়ে হাসপাতালের আধিকারিকদের ডেকে পাঠানোর পর তপনবাবুকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ।’ মহকুমাশাসক তপনবাবুর সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় তপনবাবুর স্ত্রী গীতা বাউরি খুশির কথা জানানোর পাশাপশি আশঙ্কার কথাও জানান।
Like Us On Facebook