কর্মীদের হাজিরার হিসাব রাখতে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর বিজ্ঞপ্তির বিরুদ্ধে শনিবার আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়নের কর্মীরা ডিএসপি কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ দেখালেন। বায়োমেট্রিক হাজিরার বিজ্ঞপ্তির বিরুদ্ধে এদিন আইএনটিইউসির কর্মীরা সোচ্চার হয়ে ডিএসপি কারখানার প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে এসে ডিএসপির সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন।

আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়নের ডিএসপি ইউনিটের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘আমরা সকলেই দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী। কারখানা কর্তৃপক্ষ আমাদের পেটে মারতে পরিকল্পনা করেই বায়োমেট্রিক হাজিরার সার্কুলারের দিয়েছেন। আমরা এই সার্কুলার মানি না। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কারখানায় সিসি ক্যামেরা বসিয়েছে। সিসি ক্যামেরা আমাদের অ্যাটেনডেন্স রেকর্ড করবে কিন্তু আমরা বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের মাধ্যমে নয়, সাদা কাগজে সই করেই প্রতিদিন কারখানার উৎপাদনের টার্গেট পূরণ করব। আজ আমরা আমাদের কর্মীদের স্বার্থে রাজনৈতিক রঙ সরিয়ে সবদলের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নেমেছি। শ্রমিকদের এই ঐক্যবদ্ধ লড়াই়য়ে আমাদের জয় হবেই।’

উল্লেখ্য, শুক্রবার রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার নাইট সিফটের ডিউটিতে দেরিতে গেট খোলাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের মধ্যে সিআইএসএফ গুলি মারার হুমকি দিয়ে লাঠি চার্জ করলে প্রতিবাদে কারখানার সমস্ত কর্মীরা মধ্যরাত পর্যন্ত ডিউটিতে যোগ না দিয়ে কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন। পরে কারখানার উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আশ্বাস দিয়ে পরিস্থিতি সামলান। ফের কারখানার কর্মীরা নাইট সিফটের ডিউটিতে যোগ দেন মধ্য রাত থেকে। এরপরেই শনিবার সকালে আইএনটিইউসি ডিএসপি কারখানায় বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের সার্কুলার প্রত্যাহারের দাবিতে ডিএসপি কারখানায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook