.

একগুচ্ছ দাবিতে সরব হলেন দুর্গাপুর পুরসভার সাফাই কর্মীরা। সোমবার সপ্তাহের প্রথম দিনে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন পুরসভার সামনে। জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের স্থায়ী চাকরি ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি রয়েছে দীর্ঘদিন ধরে। সোমবার দুর্গাপুর পুরসভার জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি’র পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় নগর নিগমের সামনে। প্রায় ১৭০০ জন সাফাইকর্মী কর্মরত দুর্গাপুর নগর নিগমে। দীর্ঘদিন ধরে তাঁদের বেতন বৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন সাফাইকর্মীরা। তাঁরা আরও জানান, আজ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৮ টা থেকে ১ টা পর্যন্ত কাজ বন্ধ রেখে চলবে বিক্ষোভ। দাবি না মানা হলে কাজ বন্ধ রেখে দীর্ঘ দিন বিক্ষোভ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন সাফাইকর্মীরা। দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি এই বিষয়ে বলেন, ‘সরকার একটি প্রকল্পের মাধ্যমে সাফাই কর্মীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় সাফাইয়ের কাজ করার জন্য। প্রকল্প অনুযায়ী আমরা যেরকম টাকা পাই সরকার সেই রকম টাকাই সাফাই কর্মীদের দিয়ে থাকে। এর পর কেন ওরা আন্দোলন করছে বলতে পারব না।

Like Us On Facebook