দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা বংশীবদন কর্মকার দীর্ঘ রোগ ভোগের পর রবিবার কলকাতার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বংশীবাবু দুর্গাপুরের শ্রমিক আন্দোলনে আইএনটিইউসি’র অন্যতম নেতা ছিলেন। দুর্গাপুরের এবিএল কারখানার আইএনটিইউসির সভাপতি ছিলেন। একই সঙ্গে হেভি ইঞ্জিনিয়ারিং-এর শ্রমিক আন্দোলনেও শ্রমিকদের সর্বক্ষণের সাথী ছিলেন বংশীবাবু। দুর্গাপুর নগর নিগম নির্বাচনে ১৯৯৭ সালে প্রথম কংগ্রেস কাউন্সিলর হিসাবে জয়ী হন। এর পর ২০০২ ও ২০০৭ সালে ফের কংগ্রেসের টিকিটে বংশীবাবু জয় লাভ করেন। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন বংশীবাবু। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্ত অবস্থার অবনতি হওয়ায় বংশীবাবুকে কলকাতার একটি হাসপাতালে কিছুদিন আগেই স্থানান্তরিত করা হয়, সপ্তাহে তিনদিন বংশীবাবুর ডায়ালেসিস চলছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। রবিবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিশ্বাস ত্যাগ করেন দুর্গাপুরের আইএনটিইউসির অন্যতম বিশিষ্ট নেতা বংশীবদন কর্মকার। রবিবার তাঁর দুর্গাপুরের এবিএল বাস ভবনে মৃতদেহ কলকাতা থেকে আনা হয়। সোমবার আইএনটিইউসির অফিস হয়ে দুর্গাপুর নগর নিগমে বর্ষীয়ান নেতার মৃতদেহ আনা হয়। দলমত নির্বিশেষে নগর নিগমের সকলে বর্ষীয়ান নেতাকে শেষ শ্রদ্ধা জানান। এর পর দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
Like Us On Facebook