লোকসানে চলা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের স্থায়ী কর্মীদের রাজ্য সরকার অন্যত্র স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করেছে এই অভিযোগে সোমবার দুর্গাপুরের ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে সিটু ও আইএনটিইউসি যৌথ ভাবে বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু নেতা তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেবরায় এবং সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার সহ সিটুর জেলা সভাপতি ও দুর্গাপুরের সিপিএম নেতৃত্ব। এছাড়াও আইএনটিইউসির নেতা বিকাশ ঘটক এবং কংগ্রেস নেতা উমাপদ দাস প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা ডিপিএলের প্রসাশনিক ভবনে গিয়ে ডিপিএলের প্রসাশনিক আধিকারিককে একটি স্মারকলিপি জমা দেন। ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ‘পশ্চিম বর্ধমান জেলা প্রসাশন থেকে একটি নোটিফিকেশন পেয়েছে ডিপিএল ম্যানেজমেন্ট। সেই নোটিফিকেশন মোখিকভাবে ডিপিএলের কর্মীদের জানানো হয়েছে। তবে কর্মীদের স্থানান্তরিত করার কোন চিঠি কর্মীদের দেওয়া হয়নি।’