দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সহ শিল্পাঞ্চলের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কলকারখানার বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে ও সরকারি ও বেসরকারি কলকারখানা বা সংস্থা গুলির ঠিকা শ্রমিকদের নায্য পারিশ্রমিক সহ সুযোগ সুবিধা দেওআর দাবিতে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ডাকে শুক্রবার দুর্গাপুর স্টিল প্লান্টের সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানার ঠিকা শ্রমিক ও কয়লা অঞ্চলের ঠিকা শ্রমিকরা অংশ নেন।
এদিনের সভায় মূল বক্তা ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক নেতা তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি করেন। স্বাভাবিকভাবেই সভায় জেলার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বক্তা বক্তব্য রাখলেও আইএনটিটিইউসির সদ্য দায়িত্ব প্রাপ্ত বিশ্বনাথ পাড়িয়াল সভায় শ্রমিক স্বার্থে কি বক্তব্য রাখেন সেই বক্তব্য শুনতে বিভিন্ন কলকারখানা থেকে আগত শ্রমিকদের ঢল নামে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিশ্বনাথ পাড়িয়াল বলেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের কিছু আধিকারিক কিছু রাজনৈতিক নেতাদের প্ররোচনায় শ্রমিক স্বার্থবিরোধী নীতি চালাচ্ছে। বিশ্বনাথবাবু এদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সহ শিল্পাঞ্চলের সমস্ত ঠিকা কর্মীদের সঠিক পরিশ্রমের পরিবর্তে সঠিক বেতন দাবি ও সুযোগ সুবিধার দাবি তোলেন। এদিন সভা শেষের মুখে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের হাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল একটি দাবি পত্র তুলে দেন। এদিনের সভায় আইএনটিটিইউসির দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রাক্তন দায়িত্ব প্রাপ্ত নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন সহ বেশ কয়েকজন বিশিষ্ট নেতা অনুপস্থিত ছিলেন।