ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের অ্যালয় স্টিল প্ল্যান্ট(এএসপি) বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন দুর্গাপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি। শ্রমিক সংগঠনগুলির দাবি, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৌশলগত বিলগ্নিকরণ ছেড়ে কারখানা নিলামের প্রস্তুতি শুরু করেছে। এরই প্রতিবাদে সোমবার সকালে ফের আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সোমবার সকালে এএসপি কারখানার গেটের সামনে সেভ এএসপি, সেভ ডিএসপি, সেভ দুর্গাপুর শ্লোগানকে হাতিয়ার করে বিক্ষোভ সমাবেশ করেন।

ভোটের আগে এএসপি ও ডিএসপি কারখানা বাঁচানোর তাগিদে সিটু ও আইএনটিইউসি যৌথ ভাবে আন্দোলন করে। সিটু ও আইএনটিইউসির পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীরাও পৃথক ভাবে এএসপি কারখানা বিলগ্নিকরণের বিরুদ্ধে ৮৯ দিন অবস্থান বিক্ষোভ করেন। পরবর্তী সময়ে লোকসভা ভোট চলে আসায় কেন্দ্রীয় সরকার এএসপি কারখানার বিলগ্নিকরণ নিয়ে কিছুটা পিছু হটায় সেই আন্দোলন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সমস্ত শ্রমিক সংগঠনগুলি। এএসপি সহ সেলের তিনটি প্ল্যান্ট নাকি নিলাম করা হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হতেই ফের জোরদার আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে শ্রমিক সংগঠনগুলি।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook