কেন্দ্রীয় সরকার দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শ্রমিক সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালাচ্ছে । কিন্তু কেন্দ্র বিলগ্নিকরণের সিদ্ধান্ত থেকে পিছপা হতে নারাজ। জানা গেছে খুব শীঘ্রই গ্লোবাল টেন্ডার ডেকে এএসপিকে কোন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। রবিবার আসানসোলে প্রধান মন্ত্রী কৌশল কেন্দ্রের উদ্বোধনে এসে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, এএসপি বন্ধ হচ্ছে না, কোন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
মঙ্গলবার আইএনটিটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠনগুলি এএসপি গেটে কারখানার বিলগ্নিকরণের বিরুদ্ধে এবং ডিএসপি বাঁচাতে বিক্ষোভ প্রদর্শন করে। এর আগেও আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে বিলগ্নিকরণের বিরুদ্ধে নানান প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা জানান, বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।