দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের (এএসপি) সামনে শুক্রবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এএসপি বিলগ্নিকরণের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল। আইএনটিটিইউসি কর্মীরা নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে মানুষের ভোগান্তি সহ এএসপি বিলগ্নিকরণ ও অন্যান্য ক্ষেত্রে তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন। কারখানার প্রশাসনিক ভবন ও গেটের সামনে সকাল থেকেই সিআইএসএফ মোতায়েন করা হয়।

গতকাল সিটু ও আইএনটিইউসির যৌথ বিক্ষোভের পর শুক্রবার আইএনটিটিইউসি আলাদা করে বিলগ্নিকরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় এএসপি বাচাঁনোর আন্দোলন নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায় বলেন,”কেন্দ্রীয় সরকার সবক্ষেত্রেই চক্রান্ত করছে। আমরা বিলগ্নিকরণের বিরুদ্ধে। শ্রমিক স্বার্থে ও দুর্গাপুরকে বাচাঁতে আইএনটিটিইউসি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিয়ে এএসপি কারখানার বিলগ্নিকরণ রুখবে। সেইজন্য আজ আমাদের কর্মীরা এএসপি কারখানার সামনে বিক্ষোভ দেখাল। প্রয়োজনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব।”