আন্তঃরাজ্য দুই ছিনতাইবাজকে গ্রেফতার করল জামালপুর থানার পুলিশ। ছিনতাই করে বাইক নিয়ে পালানোর সময় পিছু ধাওয়া করে তাদের ধরে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৭৫ হাজার টাকা, একটি বাইক ও মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়নার সেহারা বাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা থেকে টাকা তুলে ফেরার পথে শৈলেন মুখার্জী নামে এক ব্যক্তির কাছ থেকে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বাইকে করে দ্রুতগতিতে সেখান থেকে জামালপুরের দিকে পালিয়ে যায় ধৃতরা। পুলিশ খবর পেয়ে জামালপুরের বিভিন্ন গুরত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং শুরু করে। সেই সময়ই কাড়ালাঘাট ব্রিজ এলাকা থেকে ওই দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত দুই যুবকের নাম আউল সোম ও রানা আউল প্রধান। আউল সোমের বাড়ি ওড়িশার গঞ্জাম জেলায় ও রানা আউল প্রধানের বাড়ি ওড়িশারই জাজপুর জেলায়। ওড়িশা সহ একাধিক রাজ্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এমনকি এরা ছিনতাইয়ের আগে রেকি করতো বলেও পুলিশ জানতে পেরেছে। ধৃতদের সঙ্গে আর কারা কারা জড়িত, কিভাবেই বা তারা ওড়িশা থেকে এসে অপরাধ সংঘটিত করত তা জানতে তাদের জিজ্ঞেসাবাদ শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook