.

স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ অনুমোদিত বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের সদস্যরা। ইন্টার্ন শিক্ষক নিয়োগের প্রতিবাদে স্মারকলিপি জমা দিয়ে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষা সংঘের রাজ্য সম্পাদক চিরঞ্জীব ধীবর বলেন, ‘সম্প্রতি শিক্ষাঙ্গনে রাজ্য সরকার যেভাবে বিএড, ডিএল এড প্রশিক্ষণ প্রাপ্তদের বাদ দিয়ে সদ্য কলেজ পাশ বা অপ্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগ করার কথা ঘোষণা করেছেন তা এনসিটিই পরিপন্থী। এতে স্কুলে পড়াশোনার মান কমে যাবে। উল্টে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য সাধন হবে। আমরা তা হতে দেব না। তাই রাজ্য জুড়ে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের সদস্যরা প্রশাসনিক আধিকারিদের স্মারকলিপি দিচ্ছেন।’ চিরঞ্জীব ধীবর আরও বলেন, ‘আজ আমরা শিক্ষক সংগঠনের সদস্যরা দুর্গাপুরের মহকুমাশাসককে ইন্টার্ন শিক্ষক নিয়োগের প্রতিবাদে স্মারকলিপি জমা দিলাম।’

Like Us On Facebook