কেন্দ্রীয় সরকারের ইন্সুরেন্স নীতি, এজেন্টদের কর্মের নিশ্চয়তা সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার অল ইন্ডিয়া জেনারেল ইন্সুরেন্স এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ডাকে দেশ ব্যাপী হরতালের সঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলেও ইন্সুরেন্স কর্মীরা অফিস বন্ধ রেখে কেন্দ্রীয় নীতির প্রতিবাদ জানাল। শুক্রবার দুর্গাপুরের স্টিল টাউনশিপ, সিটি সেন্টার ও ভিড়িঙ্গী সহ সমগ্র দুর্গাপুর মহকুমা জুড়েই ইন্সুরেন্স অফিসের কর্মীরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানায়। অল ইন্ডিয়া জেনারেল ইন্সুরেন্স এজেন্টস্ অ্যাসোসিয়েশনের এক সদস্য হীরক কুমার ঘোষ বলেন, ‘যে ভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ট্যাক্স সহ ইন্সুরেন্স নীতি বলবৎ করছে তাতে ইন্সুরেন্সের ক্লায়েন্ট ও এজেন্ট উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া ইন্সুরেন্সের কাজে যুক্ত দেশে কয়েক কোটি কর্মী ও এজেন্টেরও রুজি রোজগারেও এবার টান পড়বে। এর প্রতিবাদে শুক্রবার আমরা কাজ বন্ধ রেখে দেশ ব্যাপী ধর্মঘট পালন করছি। এর পরও সরকার আমাদের কথায় কর্ণপাত না করলে আমরা দেশ ব্যাপী বৃহৎ আন্দোলনের পথই বেছে নেব।’
Like Us On Facebook