গত কয়েকদিন ধরে সিএনজি গ্যাস প্রায় অমিল দুর্গাপুরের সিএনজি পাম্প গুলিতে। দীর্ঘসময় লাইন দিয়েও সিএনজি চালিত অটোগুলি প্রয়োজনমতো গ্যাস পাচ্ছে না। ফলে একদিকে সিএনজি অটো পরিষেবা ব্যাহত হচ্ছে দুর্গাপুরে, অন্যদিকে সিএনজি চালিত অটো চালকরাও সিএনজি গ্যাসের অভাবে পরিষেবা দিতে না পারায় রুজি রোজগারে টান পড়ছে বলে অভিযোগ করেন।
শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার ও মেনগেট উভয় সিএনজি পাম্পে গ্যাস না মেলায় অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করে বিক্ষোভে ফেটে পড়লেন অটো চালকরা। অটো চালকরা দুর্গাপুরে সিএনজি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত দুর্গাপুরে আরও একটি সিএনজি পাম্প চালু করার দাবি করলেন। এই রকম অবস্থা চললে ভবিষ্যতে অনির্দিষ্টকালের জন্য অটো চালকরা অটো পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দেন এদিন। অটো চালকদের অভিযোগ, একদিকে লোকসভা নির্বাচনের জন্য বাস পরিষেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে সিএনজি গ্যাসের অভাবে অটো পরিষেবাও প্রায় বন্ধ হতে বসেছে। এই অবস্থায় যাত্রী পরিষেবা প্রায় মুখ থুবড়ে পড়েছে অথচ প্রশাসনের কোন হেলদোল নেই।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?