অভিনব বিয়ের কার্ড। বিয়ের কার্ডে মিলল সরকারি বিভিন্ন সচেতনতা প্রকল্পের স্লোগান। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, ‘রক্ত দান জীবন দান’, ‘স্বচ্ছ ভারত অভিযান’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ ইত্যাদি। বিয়ের কার্ডটি হিন্দিতে উখড়া থেকে ছাপা হয়েছে। উখড়ার এক অবাঙালি ব্যবসায়ি সীতারাম বার্ণওয়াল তাঁর মেয়ের বিয়ের আমন্ত্রণপত্রে ওই সমস্ত সরকারি সচেতনতা প্রকল্পের স্লোগান ছাপিয়েছেন। এবিষয়ে প্রশ্ন করা হলে উখড়ার ব্যবসায়ি সীতারাম বার্ণওয়াল বলেন,”সরকারি বিভিন্ন সচেতনতা প্রকল্পগুলি সম্বন্ধে মানুষকে আরও সচেতন করতে এই উদ্যোগ নিয়েছি।”
দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বার্ণওয়ালের এই অভিনব উদ্যোগ সম্বন্ধে জানতে পেরে তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,”সীতারাম বার্ণওয়াল নিজের মেয়ের বিয়ের কার্ডে সরকারি সচেতনতা প্রকল্পের প্রচার করছেন। এটা বিরল ঘটনা। সরকার এবং প্রশাসনের ঐকান্তিক চেষ্টার সুফল এই সচেতনতা। এই ধরণের খবর প্রচার হলে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে।”