অন্ডাল থানার উখরার শুকো পুকুরের ধারে শুক্রবার সন্ধ্যায় বিরল প্রজাতির অসুস্থ একটি বাজ পাখি উদ্ধার করল উখরার দাসপাড়ার কুন্তল দাস। জানা গেছে, পুকুরে গিয়ে অসুস্থ বাজটিকে ছটফট করতে দেখে কুন্তলবাবু বাজটিকে চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে আসেন। বাজটির ডানায় চোট ছিল।

বাড়িতে প্রাথমিক চিকিৎসার পর শনিবার বাজটিকে দুর্গাপুর বন দফতরের কর্মীদের হাতে তুলে দেন কুন্তলবাবু। দুর্গাপুর বন দফতরের মুখ‍্য বনপাল মিলন কান্তি মন্ডল বলেন, এটি এদেশের পাখি নয়। ইউরাশিয়ান মার্শ হ্যারিয়ার। পরিযায়ী বাজ। এটি সম্পূর্ণ মাংসাশী। ছোট মাছ, ছোট ছোট প্রাণী খায়। মিলন বাবু বলেন, খুব ভালো খবর পাখি প্রেমীদের জন্য যে, এবছর প্রায় ১৪ রকমের বিভিন্ন ধরণের পরিযায়ী পাখি দুর্গাপুরে এসেছে। কিছু দিন আগে কাঁকসার রূপগঞ্জে গভীর জঙ্গলের একটি জলাশয়ে সাইবেরিয়ান গ্রেল্যাগ গুজ দেখা গিয়েছে। অন্যদিকে, এদিন দুর্গাপুরের ডিপিএল প্ল্যান্টে বিদ‍্যুতে শক লাগা একটি জল ময়ূরও উদ্ধার করে বন দফতরের কর্মীরা। বনদফতরে আনার পর সেটি মারা যায়।

Like Us On Facebook