রবিবার দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙায় কুষ্ঠ রোগী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা নিয়ে খোঁজ খবর নিলেন মহকুমা শাসক শঙ্খ সাঁতরা। বিশিষ্ট চিকিৎসক ডাঃ ধ্রুব চক্রবর্ত্তীর আন্তরিক প্রচেষ্টায় কুষ্ঠরোগীরা এখানে হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন। মহকুমা শাসক রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসা নিয়েও খোঁজ খবর নেন। দুর্গাপুর মহকুমা জুড়ে কুষ্ঠ রোগ নিবারনে প্রচার শুরু হয়েছে বলে জানা গেছে।