দুর্গাপুর মহকুমা হাসপাতালকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। উন্নত পরিষেবা দিতে এবং পরিকাঠামো উন্নত করতে উদ্যোগী হয়েছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রোগী কল্যাণ সমিতি। সেই লক্ষ্যে মঙ্গলবার‌ দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এই সমাজসেবা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বেনাচিতি বাজারের একটি হোটেলে। অনুষ্ঠানে দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল – দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা ও মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী, এসবিএসটিসি’র চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ‘সকলে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সকলে মিলে একসাথে হাসপাতালের হয়ে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবেন। দুর্গাপুর বণিক সভার সভাপতি কবি দত্ত বলেন, ‘রোগীদের সুবিধার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। যতটা সম্ভব উন্নততর পরিষেবা দেওয়া হবে।’

Like Us On Facebook